সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক, ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: মখদুম সাব্বির মৃদুল নির্বাচিত হন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি এ্যাড. মো: আনজামুল হক, এ্যাড. মো: দিদার আলী, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এ্যাড. মো: হেলাল উদ্দিন সরকার, লাইব্রেরী সেক্রেটারী এ্যাড. মো: সুয়েল রানা, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী এ্যাড. মো: নুরুল ইসলাম-২ ও সদস্য পদে এ্যাড. মো: ফজলে আলম, এ্যাড. মোছা: মাসুদা পারভীন, এ্যাড. মো: মিজানুর রহমান ও এ্যাড. মো: ওয়াকিলুজ্জামান নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মো: আব্দুল হামিদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এ্যাড. মো: সুলতান কামাল ও এ্যাড. মো: নাসির উদ্দিন।
উল্লেখ্য, নির্বাচনে ৮টি পদের জন্য ২টি প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *