আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সরকারবিরোধী ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। আগের ৫১ জনের মৃত্যুর হিসাবের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নরওয়ে-ভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে।