স্টার সিনেপ্লেক্সে পরাণ-এর শো বাড়ল

শুভদিন অনলাইন রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষেদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, শরিফুল রাজের ‘পরাণ’ ও জিয়াউল রোশানের ‘সাইকো’।
সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। মুক্তির শুরু থেকেই ব্যাপক প্রচারণা চলছে। দর্শক কেমন আসছে, দেখছে।এসব নিয়েও কম তর্ক বিতর্ক চলছে না।
অনন্ত জলিল গত বুধবার সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে কয়েকটি টেলিভশনের সামনে দর্শকরা টিকেট পাচ্ছে না বলে চিৎকার করছে। এদিকে, স্টার সিনেপ্লেক্স দ্বিতীয় সপ্তাহের যে শিডিউল প্রকাশ করেছে, সেখানে প্রথম সপ্তাহের চেয়ে ‘দিন : দ্য ডে’ সিনেমার শো কমানো হয়েছে। একই সঙ্গে প্রকাশিত শিডিউলে ‘পরাণ’ সিনেমার শো বাড়ানো হয়েছে প্রায় তিনগুণ।
ঈদের দিন থেকে বসুন্ধরা সিটিতে ‘পরাণে’র দুটি, সীমান্ত সম্ভারে একটি ও সনিতে একটি করে শো চলছিল। আরেক সিনেমা ‘দিন : দ্য ডে’র শো চলছিল ১২টি করে। দ্বিতীয় সপ্তাহে অনন্ত জলিলের এই সিনেমার কমিয়ে ৮টি করা হয়েছে। আর ‘পরাণে’র চারটি শো বাড়িয়ে করা হচ্ছে ১১টি।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জেষ্ঠ্য ব্যবস্থাপক (মার্কেটিং) মেজবাহুদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, পরাণ চলচ্চিত্রটির গল্প সকলে পছন্দ করছে। তাই আমরা শো বাড়াতে বাধ্য হয়েছি। আমাদের মহাখালীতে এই সিনেমার কোনো শো ছিল না। আগামীকাল থেকে সেখানেও দর্শকদের কারণে শো রাখা হয়েছে। যে সিনেমা দেখার আগ্রহ মানুষের মধ্যে বৃদ্ধি পাবে আমরা সেটার শো বাড়াবো, এটা খুব স্বাভাবিক।
হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।
গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা। ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।
‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

Related posts

Leave a Comment