ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

শুভদিন অনলাইন রিপোর্টার:

বন্যার তোড়ে নেত্রকোনার মোহনগঞ্জের ইসলামপুরে ৩৪ রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।
বারহাট্টা রেল স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ঢাকা কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারও বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জের ইউএনও সাব্বির আহমেদ আকঞ্জি বলেন, ‘বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃষ্টি চলমান। এলাকায় বিদ্যুৎ নেই এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।’

Related posts

Leave a Comment