শুভদিন অনলাইন রিপোর্টার:
অস্থির পরিস্থিতিতে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। বিক্রমাসিংহের নির্বাচনের পর বিক্ষোভকারীরা তাদের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করছে বলে বিক্ষোভকারীদের এক নেতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে। এ সময় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ ব্যাপারে বিক্ষোভকারীদের নেতা মেলানি গুনাথিলাকে বলেন, আমরা বর্তমানে আমাদের কৌশল নিয়ে আলোচনা করছি এবং পুনর্গঠন করছি। রনিল বিক্রমাসিংহে পদত্যাগ না করা পর্যন্ত আমরা অবশ্যই গোটাগোগামাতে আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। আমরা অবশ্যই এ রকম চাইনি।
তিনি আরও বলেন, আমরা খুব ভালো করেই জানি যে রনিল বিক্রমাসিংহে গোটাবায়া রাজাপাকসের মতো নন। তিনি আরও ধূর্ত ব্যক্তি।সম্প্রতি তিনি এমনকি জরুরি অবস্থা জারি করে এবং গোটাগোগামার উপর বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে বিক্ষোভ দমন করার চেষ্টা করছেন। তবে আমি মনে করি না যে জনগণ এ ধরনের কর্মকাণ্ডে আর ভয় পাবে।
তিনি বলেন, শ্রীলংকা এমন একজন নেতা পাওয়ার দাবিদার যিনি আসলে জনগণের জন্য চিন্তা করে, তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ভাবে না।